অল্প টাকায় প্লাস্টিকের চুড়ি তৈরীর ব্যবসা - ব্যবসায়ী আইডিয়া

বিজ্ঞাপন

LightBlog

New

Post Top Ad

Monday, November 9, 2015

অল্প টাকায় প্লাস্টিকের চুড়ি তৈরীর ব্যবসা

সম্ভাব্য পুঁজি:
২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত
সম্ভাব্য লাভ:   
প্লাস্টিকের চুড়ি বিক্রি হয় প্রতি ডজন ১৫ থেকে ২৫ টাকায়।
যা প্রয়োজন:    
স্ট্যাম্প মেশিন, ইলেকট্রিক হিট মেশিন, ডাইস, ক্রিস্টাল পাউডার, পানি এবং মেডিসিন টিটিনিয়াম, মেডিসিন আমকের, মেডিসিন লাল।
প্রস্তুত প্রণালি:    
এটি সাধারণত মেশিন-নির্ভর শিল্প। ইলেকট্রিক মেশিনে ক্রিস্টাল পাউডার ঢেলে দিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চুড়ি উৎপাদন করা হয়। মেশিন-নির্ভর বলেই এতে কায়িক শ্রম নেই বলা চলে ।
বাজারজাতকরণ:    
সাধারণত পাইকার-ব্যবসায়ীরা উৎপাদকের কাছে এসে চুড়ি কিনে নিয়ে যায়। এ ছাড়া বড় বড় শপিং মলের কসমেটিকসের বিক্রির দোকানে, গ্রামগঞ্জের বিভিন্ন বাজারের ভ্যারাইটি দোকানগুলোতে যোগাযোগ করে চুড়ি সরবরাহ করা যায়। এ ছাড়া পহেলা বৈশাখের মতো দেশীয় সংস্কৃতির অনুষ্ঠানগুলোতে চুড়ির কদর তো কমবেশি আমাদের সবারই জানা।
যোগ্যতা:    
বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই। মেশিন কেনার পর দুই থেকে পাঁচ দিন ট্রেনিং নিয়েই যে কেউ এ কাজ করতে পারবে।
 

1 comment:

  1. কোথায় চুরী তৈরীর মেশিন পাব? আর কোথায় প্রশিক্ষণ নিব?

    ReplyDelete

Thanks For Your Message
এবিসি মেশিনারি লিমিটেড।
Call: 01977886660, 01758631813
মেশিন কেনার জন্য - http://www.abcshopbd.com/

অন্যান্য বিষয় খুজুন-

Post Top Ad