শুরু করতে পারেন সয়াবিন তেলের ব্যবসা, আর আয় করুন লক্ষ্ টাকা - ব্যবসায়ী আইডিয়া

বিজ্ঞাপন

abcads1

Post Top Ad

Thursday, November 3, 2016

শুরু করতে পারেন সয়াবিন তেলের ব্যবসা, আর আয় করুন লক্ষ্ টাকা


আমাদের দেশে প্রচুর ব্যবসা আছে যা করে সহজেই প্রচুর লাভবান হওয়া যায়, যাদের মিডিয়াম মানের পুজি আছে তারা শুরু করতে পারেন সয়াবিন তেল আমদানির ব্যবসা। বিদেশ থেকে তেল আমদানি করে দেশে পাইকারি বা মার্কেটিং করে অথবা খুচরা বিক্রি করে দিতে পারেন।

এই পোস্টের দিন থেকে এটা পরিবর্তন হতে পারে, এই পোষ্ট ১১/৩/২০১৬ তারিখের হিসেবে লিখা হলো, তাই সময়ের সাথে এটা নাও মিলতে পারে। 

যারা এটা পড়বেন, তারা নিজ দায়িত্বে বর্তমান বাজার দর হিসেবে হিসেব করে নিবেন। 

soybean-oil


অনলাইনে পড়ে জানতে পারলাম, আমাদের দেশের যে পরিমান চাহিদা আছে ভোজ্য তেলের তার মাত্র ১ % আমাদের দেশেই হয়, বাকি প্রায় ১৩-১৫ % +- বিদেশ থেকেই আমদানি করতে হয়, আর এসব তেলের বেশির ভাগ আমদানি করে পুষ্টি সয়াবিন তেল, তাই বাজারের বেশির ভাগ মার্কেট ই তাদের দখলে, তাই ইচ্ছে করলেই যে কেউ তেল আমদানি করে দেশের মার্কেটে বিক্রি করতে পারেন।


(ইনভেস্ট ছাড়াই আয় করুন ১,৫০,০০০ টাকা মাসে)

refined-bleached-deodorized-soybean-oil
কিন্তু আমাদের দেশের কিছু অসাদু ব্যবসায়ী সিন্ডিকেট করে এই ব্যবসা বন্ধ করে তাদের হাতেই রেখে দিয়েছে, তাই আমি এই পোস্ট লিখে সবার মাঝে ছড়িয়ে দিয়ে সবাই জেনো ব্যবসা করতে পারেন, সেটাই আমার মূল উদ্দেশ্য।


AN14403
আন্তর্জাতিক মার্কেট থেকে তেল আমদানি করতে মিনিমাম এক কন্টিনার, মানে ২০ থেকে ২৫ জন তেল আমদানি করতে হয়। আমদিনি করতে যা যা লাগে -

১। প্রথমে ভালো মানের রিফাইন করা সয়াবিন তেল কিনতে হবে, তাই আপনাকে ব্যাংক LC করতে হবে,
২। তেল বাংলাদেশে আসার পর তা BSTI থেকে পরিক্ষা করিয়ে নিতে হবে।
৩। ২১% ডিউটি ট্যাক্স দিতে হবে,
৪। ১% রেফারেন্স ভেলু ট্যাক্স দিতে হবে,
৫। আর অনান্য কিছু খরচ দিতে হবে।

(ইনভেস্ট ছাড়াই আয় করুন ১,৫০,০০০ টাকা মাসে)



মনেকরেন এক কন্টিনার তেল থাইলেন্ড, মালোয়শিয়া যেখান থেকেই আনেন, বাংলাদেশে সকল খরচ বাদ দিয়ে যদি আপনার প্রয়োজনীয় কাগজ পত্র না থাকে, তাহলে আমাদের দিয়ে বা অন্য কোন প্রতিষ্ঠান দিয়ে আমদানি করালে প্রায় -

যদি মার্কেট রেট 770$ per Ton হয়, তাহলে 20 Ton এর প্রাইজ হবে 770 x 20 = 15400$

প্রতি ডলার যদি ৮০ টাকা করে হয় তাহলে ১৫৪০০ ডলার গুন ৮০ টাকা করে হবে = ১২৩২০০০ টাকা

আর ২১% ডিউটি                                                                                        = ২৫৮৭২০ টাকা
রেফারেন্স ভেলু ১ %                                                                                    = ১২৩২০ টাকা
BSTI & Other                                                                                         = ৫০০০০ টাকা
                                                                                                 ------------------------------------
                                                                                                       মোট   = ১৫৫৩০৪০ টাকা

তাহলে প্রতি লিটার এর প্রাইজ পড়বে-
আমরা জানি ২০ টন সমান ২০০০০ কেজি

তাহলে ১৫৫৩০৪০ ভাগ ২০০০০ = ৭৭.৬৫২ টাকা, বর্তমানে আমাদের দেশের মার্কেটে তেল এর প্রাইজ চলতেছে প্রায় ১০০-১২০ টাকা লিটার, তাই যদি আপনি ৯০ টাকা করেও সেল করেন তাহলেও আপনি আয় করতে পারবেন -

৯০ গুন ২০০০০ কেজি = ১৮০০০০০ টাকা
খরচ                             ১৫৫৩০৪০ টাকা
                            ----------------------------
লাভ হলো                  = ২৪৬৯৬০ টাকা

এভারিজে আপনার আয় বাড়বে, এখানে সব কিছুর দাম বেশি করে ধরা হয়েছে, কিন্তু যখন ব্যবসা করবেন, তখন আয় আরও বেশি হবে।

a-1


তবুও যদি কারো বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সাধ্য অনুযায়ি হ্যাল্প করতে চ্যাস্টা করবো।

Visit us

শিডিউল ছাড়া আসবেন না,


* এখানে কোন মাল ষ্টক করা হয়না, অর্ডার হলে সাপ্লাই দেওয়া হয়।

* দয়াকরে শুধু ভিজিট করতে কেউ আসবেন না, ওয়েব সাইটে সবকিছুই লিখা আছে অর্ডারের নিয়ম , কোন পণ্য ডেলিভারি দিতে কত সময় লাগে ইত্যাদি আগে ভালো করে দেখে বুঝে তারপড় অফিসে আসবেন অর্ডার দিতে, ধন্যবাদ।
  




এই পোস্টের দিন থেকে এটা পরিবর্তন হতে পারে, এই পোষ্ট ১১/৩/২০১৬ তারিখের হিসেবে লিখা হলো, তাই সময়ের সাথে এটা নাও মিলতে পারে। 

যারা এটা পড়বেন, তারা নিজ দায়িত্বে বর্তমান বাজার দর হিসেবে হিসেব করে নিবেন। 

Tag: সয়াবিন তেল এর ব্যবসা, সয়াবিন তেল আমদানি, পাইকারি সয়াবিন তেল এর ব্যবসা, কম দামে সয়াবিন তেল, তেল এর ব্যবসা, বাংলাদেশের মধ্যে তেলের ব্যবসা, mahadi trade, soybean oil import, soybean oil wholesale in Bangladesh, low price oil in Bangladesh.


অন্যান্য বিষয় খুজুন-

2 comments:

  1. blogger_logo_round_35

    This comment has been removed by the author.

    ReplyDelete
  2. blogger_logo_round_35

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Thanks For Your Message
এবিসি মেশিনারি লিমিটেড।
Call: 01977886660, 01758631813
মেশিন কেনার জন্য - http://www.abcshopbd.com/

Post Top Ad