সুপারি কাটিং করে ব্যবসা করে আয় করুন লক্ষ টাকা। - ব্যবসায়ী আইডিয়া

বিজ্ঞাপন

LightBlog

New

Post Top Ad

Thursday, November 12, 2020

সুপারি কাটিং করে ব্যবসা করে আয় করুন লক্ষ টাকা।

যারা নতুন কিছু করার চিন্তা করতেছেন, বা নতুন কোন ব্যবসা করতে চাচ্ছেন, তারা কিছু টাকা ইনভেস্ট করে সুপারির ব্যবসা করতে পারেন। 

                                                                    চিত্রঃ ডায়মন্ড কাটিং

কাজ কি?

কাজ হচ্ছে সুপারি বাজার থেকে কেনা লাগবে, সেই সুবারি মেশিনে সাইজ করে কেটে বাঁজারে নিয়ে বিক্রি করতে হবে, পাইকারদের জানালে তারাই বাজার থেকে এসে আপনার মাল কিনে নিবে। 


 


লাভ / আয় কত হবে? 

এলাকা বেদে সুপারিই বিভিন্ন প্রাইজ হয়, ধরুন আপনি পাইকারি ধরে সুপারি কিনলেন প্রতি কেজি ২৫০-৩০০ টাকা কেজিতে। 

সেই সুবারি কাটিং করার পরে বাঁজারে আপনি ২০-৫০ টাকা বেশি প্রাইজে বিক্রি করতে পারবেন। 

 

এই কাজের জন্য কি কি লাগবে?

এই ব্যবসা করার জন্য আপনার লাগবে একটি কাটিং মেশিন, কিছু মূলধন কাঁচামাল কেনার জন্য।

 

মেশিন বাংলাদেশে হলে ২৪০০০০ টাকা থেকে শুরু হবে, ঘন্টায় প্রডাকশন পাবেন ৬০-১০০ কেজি, যদি ইন্ডিয়া হয় তবে মেশিনের মূল্য ৪০% কম হবে। 

 

মানে বাংলাদেশে যদি মেশিন ২৪০০০০ টাকা হয়, তবে কলকাটায় হবে ১৪৪০০০ টাকা প্রায়। 

 

যাই হোক মেশিন কেনা শেষ, এখন লাগবে কাঁচামাল, মানে সুপারি। ২৪০০০০ টাকার মেশিনে প্রতি ঘন্টায় সুপারি কাটতে পারে ৬০-১০০ কেজি। 

 

 


 

যদি ঘন্টায় ৬০ কেজি প্রডাকশন হয় তবে দৈনিক ৮ ঘন্টায় ৪৮০ কেজি

প্রতি কেজিতে লাভ ২০ টাকা তাহলে ৪৮০ কেজিতে লাভ হবে ৯৬০০ টাকা দৈনিক

 মাসে লাভ হবে ২৮৮০০০ টাকা প্রায় 

 

যেহেতু আপনি কাজ করবেন বাসায় তাই দোকান খরচ হবেনা, 

বিদ্যুৎ খরচ ১.৫ ঘোড়া মেশিনের মটরের জন্য মাসে ৫০০০ টাকা প্রায়, 

লেভার ৩ জনের খরচ ১০ হাজার করে ৩০ হাজার 

অন্যান্য আরো ৩০০০০ টাকা মাসে তাহলে মোট খরচ হবে ৬৫ হাজার টাকা মাসে, 

                                                                      চিত্রঃ জিরা কাটিং
 

 

তাহলে লাভ ছিলো ২৮৮০০০ টাকা

খরচ হবে               ৬৫০০০  টাকা

--------------------------------------

প্রতি মাসে লাভ হবে ২,২৩,০০০ টাকা মিনিমাম প্রায় 

 

তাহলে অযথা দেশের বাহিরে এতো টাকা দিয়ে না গিয়ে নিজেই উদ্যোক্তা হতে পারেন, এতে আপনিও আরো অন্যান্য দের চাকুরি দিতে পারবেন, এতে দেশ ও দশের উপকার হবে। 


তাই আপনি চিন্তা করুন বিদেশ গিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ গড়বেন, নাকি দেশেই কিছু করবেন?

 

                                                                   ভিডিওঃ অটো মেটিক জিরা, পয়সা কাটিং মেশিন।

 


 

মেশিন কেনার জন্য যোগাযোগ করতে পারেনঃ

এবিসি মেশিনারি লিমিটেড।

রাজেন্দ্রপুর বাজার (অহিদ সুপার আন্ডারগ্রাউন্ড মার্কেট)

গাজীপুর-১৭৪১, ঢাকা, বাংলাদেশ।

বিস্তারিত জানার জন্য ভিজিট করুন- https://abcshopbd.com/

অফিস টাইম সকাল ৯ - ৬টা

মোবাইলঃ ০১৯৭৭৮৮৬৬৬০, ০১৭৫৮৬৩১৮১৩

হোয়াটসেপঃ ০১৯৭৭৮৮৬৬৬০


No comments:

Post a Comment

Thanks For Your Message
এবিসি মেশিনারি লিমিটেড।
Call: 01977886660, 01758631813
মেশিন কেনার জন্য - http://www.abcshopbd.com/

অন্যান্য বিষয় খুজুন-

Post Top Ad