অল্প টাকায় স্কুলব্যাগ তৈরীর ব্যবসা করতে পারেন - ব্যবসায়ী আইডিয়া

বিজ্ঞাপন

LightBlog

New

Post Top Ad

Monday, November 9, 2015

অল্প টাকায় স্কুলব্যাগ তৈরীর ব্যবসা করতে পারেন


সম্ভাব্য পুঁজি:        
৫০০০০ টাকা থেকে ১০০০০০ টাকা পর্যন্ত
সম্ভাব্য লাভ:        
৬০ শতাংশ পর্যন্ত লাভ করা সম্ভব।
যা প্রয়োজন:        
সেলাই মেশিন, হাতুড়ি, কাঁচি, নানা রকম কাপড়, সুতা, চেইন, স্টিকার, বকলেস, আইলেস, ফিতা ইত্যাদি।
প্রস্তুত প্রণালি:       
কাপড় কেটে মেশিনের সাহায্যে সেলাই করে নানা রকম ডিজাইনের ব্যাগ তৈরি করা হয়ে থাকে। আকর্ষণীয় করতে ব্যাগে নানা ডিজাইন আনা হয়। এজন্য স্টিকার, বকলেস, আইলেস, ফিতার ব্যবহার করা হয়।
বাজারজাতকরণ:   
ছাত্রছাত্রীরা মূলত এর ক্রেতা হলেও এখন সব শ্রেণীর মানুষই এই ব্যাগ ব্যবহার করে থাকে। চাহিদা তাই বেশি। যেকোনো শপিং মল, স্টেশনারি দোকান সর্বত্রই এর চাহিদা।

No comments:

Post a Comment

Thanks For Your Message
এবিসি মেশিনারি লিমিটেড।
Call: 01977886660, 01758631813
মেশিন কেনার জন্য - http://www.abcshopbd.com/

অন্যান্য বিষয় খুজুন-

Post Top Ad