অল্প টাকায় তালপাতা ও বাঁশ দিয়ে হাতপাখা তৈরির ব্যবসা - ব্যবসায়ী আইডিয়া

বিজ্ঞাপন

LightBlog

New

Post Top Ad

Monday, November 9, 2015

অল্প টাকায় তালপাতা ও বাঁশ দিয়ে হাতপাখা তৈরির ব্যবসা


সম্ভাব্য পুঁজি:
২০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত ।
সম্ভাব্য লাভ:    
একটি পাখা উৎপাদনে খরচ পড়ে ৫ থেকে ১৫ টাকা। বিক্রি হয় ২০ থেকে ৫০ টাকা।
যা প্রয়োজন:    
তালপাতা, বাঁশ ও কাপড়।
প্রস্তুত প্রণালি:    
তালপাখা তৈরিতে শুধু তালপাতা ব্যবহার করা হয়। বাঁশের পাখা বানাতে বাঁশ পাতলা করে চিরে চেঁছে নিতে হয়। তারপর চটার বুননে তৈরি হয় পাখা। শেষে একটা বাঁশের হাতলে পাখা জুড়ে দিয়ে তৈরি হয় হাতপাখা। কাপড়ের পাখা তৈরিতে ব্যবহৃত হয় কাপড় ও বাঁশের চটা।
বাজারজাতকরণ:    
গ্রাম ও শহরের দুই শ্রেণীর মানুষই পাখার ভোক্তা। মেলা, বিভিন্ন কারু পণ্যের দোকানে বিক্রি করা যায়। ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছেও পাইকারিভাবে বিক্রি করা যায়।
যোগ্যতা:
বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই। এক দিন প্রশিক্ষণ নিয়েই পাখা তৈরি করা যায়।
তথ্য: 

No comments:

Post a Comment

Thanks For Your Message
এবিসি মেশিনারি লিমিটেড।
Call: 01977886660, 01758631813
মেশিন কেনার জন্য - http://www.abcshopbd.com/

অন্যান্য বিষয় খুজুন-

Post Top Ad