৪র্থ টিউন মিডিয়াম টাকায় লাভ জনক যে ব্যবসা গুলো শুরু করতে পারেন। - ব্যবসায়ী আইডিয়া

বিজ্ঞাপন

abcads1

Post Top Ad

Monday, April 11, 2016

৪র্থ টিউন মিডিয়াম টাকায় লাভ জনক যে ব্যবসা গুলো শুরু করতে পারেন।

প্রথম ও দ্বিতীয় এবং ৩য় পর্বের পর অনেক সারা পেয়েছি, তাই এই ৪র্থ টিউনি করতে আগ্রহী হয়েছি,  আমরা যারা আমাদের আয় বাড়াতে চাই, তারা প্রতিনিয়ত নতুন কিছু করতে চাই, বা যারা এখনো কিছু করতে পারছেন না, তারা কিছু শুরু করতে চান, তাদের জন্য আমার কিছু মিডিয়াম টাকায় ব্যবসার আইডিয়া মাথায় গুর পাক খাচ্ছে, তাই আজ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, প্লিজ ঠাণ্ডা মাথায় একটু পড়ে বুঝে দেখুন, আপনার না হলেও আপনার আসে পাশের কারো কাজে লাগতে পারে।
অনেকেই আছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন, কিন্তু সঠিক লাইন না জানার কারনে ব্যবসা করতে পারছেন না, তাদের জন্য আমার এই ক্ষুদ্র চেস্ট্যা।

অল্প টাকায় যে ব্যবসা করতে পারেন – ১ম পর্ব

অল্প টাকায় যে ব্যবসা করতে পারেন, ২য় পর্ব

মিডিয়াম টাকায় লাভ জনক যে ব্যবসা গুলো শুরু করতে পারেন ৩য় পর্ব


51S-00UcZkL._SX355_

কম্পিউটারঃ চায়না থেকে পাইকারি কম্পিউটারের পার্স এনে সেল করতে পারেন। আমাদের দেশের বাজারে কম্পিউটার পার্স এর চাহিদা প্রচুর, তাই শুরু করতে পারেন পার্সের ব্যবসা, রেম, মাদারবোর্ড, প্রসেসর, কি-বোর্ড, মাউস, হার্ড ডিক্স ইত্যাদি দিয়ে শুরু করতে পারেন এই ব্যবসা। DDR3 4gb ram চায়না থেকে মাত্র ১১০০ থেকে ১২০০ টাকায় কিনতে পাওয়া যায়, আপনি যদি এই ব্যবসায় মাত্র ৫ - ১০ লক্ষ টাকাও ডালেন, তাহলে প্রচুর লাভ পাবেন,

IMG_20190718_213038


দরেন একটি রেমের দাম ১১৫০ টাকা, তাহলে ৫০০ পিস রেমের দাম হচ্ছে ৫,৭৫০০০ টাকা, আপনি ১৫০ টাকা লাভে রেম গুলো সেল করে দিলেন, তাওলে লাভ হচ্ছে ১৩০০ গুন ৫০০ সমান ৬,৫০০০০ টাকা।
আপনার যাবতীয় খরচ দরেন আরো ৫০০০ টাকা, তাহলে বাকি থাকে ৬,৫০০০০ থেকে ৫০০০ সমান ৬,৪৫০০০ টাকা, মানে সকল খরচ বাদ দিয়ে আপনার লাভ থাকবে ৬,৪৫০০০ থেকে ৫,৭৫০০০ সমান ৭০ হাজার টাকা, মাসে তিন বার আনতে পারবেন, আপনি লাইসেন্স ছাড়া।
বিঃদ্রঃ মালের দাম কম-বেশি হতে পারে।



ফ্লাস কার্ড বা টি এফ কার্ডঃ পৃথিবীর অন্যান্য দেশের মতই আমাদের দেশেও মেমোরি কার্ড এর চাহিদা প্রচুর, তাই আপনিউ শুরু করতে পারেন, মেমোরি কার্ড এর ব্যবসা, মেমোরি কার্ড এর ব্যবসায় আজ পর্যন্ত কেউ লস খায় নি। কারন এই কার্ডের প্রাইজ বাড়ে কমে, তাই বাড়লে বিক্রি করে দিবেন। বা অল্প লাভেই বিক্রি করে দিবেন। ১৬ জিবি ভালো মেমোরি কার্ড কিনতে পারবেন ২৮০ - ২৮৫ টাকায়, আর তা পাইকারি বিক্রি করলে পাবেন ৩০০-৪০০ টাকা। তাহলে ১ হাজার মেমোরি কার্ডের দাম হচ্ছে মাত্র ২৮০ গুন ১০০০ সমান ২,৮০০০০ টাকা।
.com/blogger_img_proxy/
বিক্রি করতে পারবেন দরেন ৩১০ টাকা। তাহলে ৩,১০০০০ টাকা। খরচ দরেন ৩০০০ টাকা। তাহলে লাভ হচ্ছে ৩,১০০০০ বিয়োগ ৩০০০ বিয়োগ ২,৮০০০০ টাকা সমান ২৭ হাজার টাকা, আপনি যতো বেশি মাল কিনবেন ততো বেশি লাভ করবেন, কারন পাইকারি মালের দাম কমে বিক্রি হয়। তাহলে ব্যবসা জমে ক্ষির।
বিঃদ্রঃ বাজারের নরমাল নকল মাল এর প্রাইজ কম। ভালো মালের প্রাইজ দরা হয়েছে। এর কপি স্প্রিড বেশি।

 .com/blogger_img_proxy/

স্টক লটের ব্যবসাঃ সহজ ভাষায় স্টক লট হচ্ছে- Garments & Textiles এ শীপমেন্ট ফেইল, বা অন্য কোন কারনে বাতিল হয়ে যাওয়া মাল এর স্তুপ। যা কি না কোন Garments & Textiles এর মালিক ই স্বপ্নেও আশা করেন না। একজনের দুর্ভাগ্য আর আপনার সৌভাগ্য। আপনি স্টক লটের ব্যবসাও করতে পারেন, তাই আপনার আশে পাশের Garments & Textiles যোগাযোগ রাখতে হবে GM, PM দের সাথে। তারাই আপনাকে খোঁজ দিবে। এছাড়াও এলাকার নেতাদের সাথেও যোগাযোগ করতে পারেন, তাড়াও এই ব্যপারে খোঁজ খবর রাখে, ভয় পেলেন নাকি, আরে ভাই ভয়ের কিছুই নাই, আমিত আছি নাকি। কারো কাছে না পেলে আমার কাছে পাবেন। যাই হোক - আপনি টি শার্ট, গ্যাঞ্জি, জিন্স প্যান্ট, গ্যাবাইডিং প্যান্ট, শার্ট দিয়ে প্রতমে শুরু করতে পারেন এই ব্যবসা। বাজারে প্রচুর চাহিদা এই মালের। তাছাড়া বিদেশে হাত থাকলে আরো ভালো। স্টক লটের ব্যবসা হচ্ছে প্রচুর মাল কিনতে হবে এক সাথে। কারন ফ্যাক্টরিতে যখন মাল জমে যায় শুধু তখনি তা লট হিসেবে বিক্তি করে দেয়। যদি টাকা জমিয়ে না রেখে অল্প দিনে তুলে ফেলতে চান, তাহলে স্টক লটের ব্যবসা করতে পারেন।
ধরেন আপনি একটি Garments or Textiles থেকে একসাথে ৫০ হাজার পিস টি-শার্ট কিনলেন ৪০ টাকা করে, মোট- ২০,০০০০০ টাকা, সেই টি-শার্ট গুলো বিক্রি করলেন ১৫-২৫ টাকা লাভে। তাহলে ২০ টাকা লাভে আপনি পাচ্ছেন ১০,০০০০ টাকা।
সমস্ত খরচ ১,০০০০০ টাকা দরেন, তাহলে থাকবে ৯,০০০০০ টাকা লাভ, এইটা কিন্তু খারাপনা ব্যবসা।
বিঃদ্রঃ মার্কেট দেখে বুঝে মাল কিনতে পারলেই লাভ, মনে রাখবেন আপনাকে মাল কেনার টাইমেই লাভ করতে হবে, বিক্রির টাইমে নয়।

.com/blogger_img_proxy/

এনার্জি লাইটঃ চায়না থেকে এনার্জি লাইট এনে দেশে বিক্রি করতে পারেন, কিন্তু এর একটু খরচ বেশি পরে, যদি আপনি ২৬ ওয়াড এর একটি লাইট চায়না থেকে ৬০ টাকায় কিনে আনেন সমস্ত খরচ সহ, তাহলে আপনাকে অনেক বেশি পরিমানে আনতে হবে। আপনি অল্প করেই আনলেন তাই ১০ হাজার পিস দরেন। ৬ লক্ষ্য টাকা। বিক্রি করতে পারবেন ৬৫ টাকা করে পাইকারি, খুচরা বিক্রি করলে লাভ বেশি। কিন্তু পাইকারি বিক্রি কলে এক সাথেই সব বেচা যায়।
তাহলে ১০,০০০ লাইট ৬০ টাকা করে ৬,০০০০০ টাকা। বিক্রি করতে পারবেন ৬৫ টাকায়, তাহলে লাভ ৫০,০০০ টাকা।
বিঃদ্রঃ মাল বেশি হলে লাভ বেশি। মাসে দুই-তিন বার আনলে আশা করি আপনাকে আর কাজের সন্ধানে ইউরোপ আমেরিকা যাওয়া লাগবেনা। আমাদের মাঝে অনেকেই আছেন, যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে উন্নত জীবন এর আশায় বিদেশ পারি দিতে চাচ্ছেন। বেশির ভাগ মানুষি নিঃস্ব হয়ে পথে শেষ হয়ে যাচ্ছেন। তাই বিদেশ না গিয়ে যদি বিদেশ যাওয়ার খরচ দিয়েই দেশে কাজ করতে পারেন, তাহলে পরিবারের লোক দের নিয়েও আপনি শুখেই থাকতে পারবেন। মনে রাখবেন শুখে থাকার জন্য খুভ বেশি টাকার প্রয়োজন নাই, অর্থই অনর্থের মূল।
এছাড়াও প্রচুর ব্যবসা আছে যা মিডিয়াম পুঁজি দিয়ে শুরু করতে পারেন। তাই আপনি কি ব্যবসা করতে পারেন, কি করলে আপনার ভালো হবে তা আপনিই ভালো বুঝেন।

বাকি টিউন দেখতে টেকটিউনের সাথেই থাকুন

এছাড়া আরও অনেক কিছুই বর্তমানে করতে পারেন, বর্তমান চাহিদা অনুযায়ী অনেক ব্যবসাই আছে আমাদের চারি দিকে, একটু খুঁজ নিলেই করতে পারেন কম টাকায় ব্যাবসা, আরও কিছু জানার থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যতদূর পারি সাহায্য করবো।


Visit us

শিডিউল ছাড়া আসবেন না,

Contact Details

ABC ENGINEERING LTD

Rajendrapur Bazar,
(Undar Ground Market), Gazipur-1741, Dhaka.
রাজেন্দ্রপুর বাজার, (অহিদ সুপার মার্কেট, আন্ডার গ্রাউন্ড). গাজীপুর-১৭৪১, ঢাকা, বাংলাদেশ।

* সকাল ৯ থেকে বিকেল ৬ টা পর্যন্ত কল দিয়ে পাবেন।

Call: +88 01611418586, 01758631813, 01977886660
* IMO, WhatsApp, Viber +88 01611418585, 01977886660
* e-mail: infoabcltd@gmail.com
We-chat: abc-engineering
web:abcshopbd.com

আমাদের ফলো করুন ফেইসবুকে।

Youtube : mahadivirus
* Facebook : exportbdimport

অফিস খোলার সময়:

Opening Hours / খোলার সময়-

শনি থেকে বৃহস্পতি- 09:00am - 06:00pm / ০৯:০০ সকাল- ০৬:০০ বিকাল
* বিঃ দ্রঃ শিডিউল ছাড়া আশা নিষেধ, ম্যাসেজ দিয়ে শিডিউল নিয়ে আসবেন, শিডিউল এর জন্য কোন টাকা লাগেনা, ধন্যবাদ।
.com/blogger_img_proxy/
* এখানে কোন মাল ষ্টক করা হয়না, অর্ডার হলে সাপ্লাই দেওয়া হয়।
* দয়াকরে শুধু ভিজিট করতে কেউ আসবেন না, ওয়েব সাইটে সবকিছুই লিখা আছে অর্ডারের নিয়ম , কোন পণ্য ডেলিভারি দিতে কত সময় লাগে ইত্যাদি আগে ভালো করে দেখে বুঝে তারপড় অফিসে আসবেন অর্ডার দিতে, ধন্যবাদ।

অন্যান্য বিষয় খুজুন-

No comments:

Post a Comment

Thanks For Your Message
এবিসি মেশিনারি লিমিটেড।
Call: 01977886660, 01758631813
মেশিন কেনার জন্য - http://www.abcshopbd.com/

Post Top Ad