ব্যবসায়ী আইডিয়া

বিজ্ঞাপন

LightBlog

New

Post Top Ad

Post Top Ad

Friday, April 26, 2024

সহজেই আয় করুন ১০ লাখ টাকা।

12:40 PM 0
জীবনযাত্রার ব্যয় যেভাবে দিন দিন বাড়ছে, এমন অবস্থায় অনেকেই বাদ দিয়েছেন সোনা কিংবা সোনার গহনা কেনার অভ্যাস। কিন্তু আপনি সোনা কিনেই আয় করতে পারেন প্রায় ১০ লাখ টাকা।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে সোনার নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৯১ হাজার ৯৫ টাকা কার্যকর হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের ভরি সোনার দাম পড়বে ৮৭ হাজার ১৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৭৪ হাজার ৫৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম হবে ৬২ হাজার ১৬৯ টাকা। কিন্তু এ বর্তমান মূল্যে আপনি যদি সোনা কিনতে না চান, তবে আপনি একটু ভিন্ন উপায়ে সৎপথেই সোনা কিনে লাভবান হতে পারেন রাতারাতি। কী বিশ্বাস হচ্ছে না? তবে আজকের আয়োজনে জানুন কোন উপায়ে সোনা কিনে আপনি ১০ লাখ টাকা আয় করতে পারেন অনায়াসেই। বাংলাদেশের পাশের একটি দেশ ভুটান। এ দেশে যেতে আপনার ভিসার প্রয়োজন নেই। পাসপোর্ট থাকলেই আপনি প্রাকৃতিক সৌন্দর্যের এ দেশটি ঘুরে আসতে পারেন। সেই সঙ্গে আয় করতে পারেন ১০ লাখ টাকাও। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভুটান সরকার এক অসাধারণ সিদ্ধান্ত নিয়েছেন তাদের দেশে পর্যটনশিল্পের উন্নয়নের জন্য। আর সেটি হলো ভুটানের ফুন্টশোলিং বা থিম্পুতে ট্যাক্স-ফ্রি রেটে সোনা কিনতে পারবেন পর্যটকরা। এ সিদ্ধান্তে ভুটানের ফায়দার চেয়ে বাংলাদেশিদেরই ফায়দা বেশি। কারণ বাংলাদেশে বর্তমান সোনার মূল্য আর ভুটানের সোনার মূল্য টাকায় হিসাব করলে দেখা যায়, ভুটানে ভরিপ্রতি সোনার দাম অনেক কম হয়। ভুটান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আবার সে সোনা ডিউটি-ফ্রি বা শুল্কমুক্ত হয়েছে। তাই ভুটান থেকে বাংলাদেশে সহজেই কম দামে সোনা নিয়ে আসতে পারছেন আপনি। জানিয়ে রাখি, প্রত্যেক বাংলাদেশি নাগরিক বাংলাদেশে ২০ ভরি পর্যন্ত বিনা খরচায় সোনা নিয়ে আসতে পারবেন। এ হিসেবে বাংলাদেশিরা প্রতি ১০ গ্রামে ৩১ হাজার টাকার মতো কম দামে সোনা কিনতে পারবেন। কীভাবে তার বিস্তারিত হিসাব জানুন-
ভুটানের মুদ্রার নাম ন্যুলট্রাম। বাংলাদেশি ১ টাকা সমান ভুটানের ১.২৯ গুলট্রিম। যেহেতু বিভিন্ন দেশে সোনার বাজারের দাম ভিন্ন হয়, তাই ভুটানে সোনা কিনে লাভ করা যাবে। ১১ দশমিক ৬৬ গ্রামে এক ভরি ধরা হয়। এ হিসেবে একই মান ও পরিমাণের ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার বাংলাদেশের বাজারমূল্য প্রায় ৮৬ হাজার টাকা। এই সোনারই ভারতের বাজারমূল্য ৫৭ হাজার ৪৯০ রুপি এবং ভুটানের বাজার মূল্য ৪০ হাজার ২৮৬ ভুটানিজ ন্যুলট্রাম। এখন বাংলাদেশ আর ভুটানের মুদ্রার মান সমান না হওয়ায় বাংলাদেশিদের লাভ হবে ভরিপ্রতি প্রায় ৫০ হাজার টাকা। আর ২০ ভরিতে এ লাভের পরিমাণ দাঁড়াবে প্রায় ১০ লাখের মতো। তবে ভুটান সরকার জানিয়েছে, ট্যাক্স ফি সোনা কেনার এ সুযোগ নিতে পর্যটকদের অন্তত একটি রাত ভুটানের ট্যুরিজম কাউন্সিলের অনুমোদিত কোনও হোটেলে কাটাতে হবে এবং সরকারের নির্ধারিত হারে এসডিএফ (সাসটেইনেবেল ডেভেলপমেন্ট ফি) দিতে হবে। প্রতি ভারতীয়দের জন্য এ চার্জ দৈনিক ১২০০ রুপি। তবে ভারতীয় ছাড়া অন্য সব বিদেশির জন্য এ চার্জ ২০০ মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশিরা এক রাত ভুটানে থেকে ২০০ মার্কিন ডলার চার্জ দিয়েই ২০ ভরি সোনা নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। ভুটান সরকারকে চার্জ দেয়ার পরও এ উপায়ে ভুটান থেকে ২০ ভরি সোনা কিনে বাংলাদেশে আসতে আপনার প্রায় ১০ লাখ টাকা কম লাগবে। সেই সোনা এবার বাংলাদেশের সোনার দামে বিক্রি করলেই মাস শেষে আপনার ১০ লাখ টাকা আয়ের সুযোগ রয়েছে। তাই দেরি না করে এ উপায়ে সোনা কিনুন আর রাতারাতি ১০ লাখ টাকা আয় করুন সহজেই।
Read More

Saturday, May 13, 2023

আয় করুন লক্ষ লক্ষ টাকা, ডিটার্জেন পাওডারের ব্যবসা করে। Detergent Powder Making Machine.

10:11 AM 0


যারা অল্প টাকায় লাভ জনক ব্যবসা করতে চাচ্ছেন, তারা আমাদের থেকে এই ডিটারজেন্ট পাওডার তৈরির মেশিন দিকে ব্যবসা শুরু করতে পারেন।  

 

চিত্রঃ পাওডার প্যাকেজিং মেশিনের।


পাওডার তৈরির কাঁচামাল কিনে মেশিনে প্রসেস করে, ওজন মেপে প্যাকিং করে বাজারে সেল করলেই আপনি ভালো আয় করতে পারবেন। 

পাওডার তৈরির জন্য প্রতি কেজি কাঁচামাল আপনি ৩৬ টাকা থেকে শুরু করে ১২০ টাকা কেজিও পাবেন। 

চিত্রঃ পাওডার তৈরির মেশিনের। 


পাওডার তৈরির পরে সেটা আপনি প্রচুর দামে সেল করতে পারবেন। এতে আপনার প্রতি কেজিতে ১০-৬০ টাকা পর্যন্ত লাভ থাকবে শুধু পাইকারি সেল করলে। 

চিত্রঃ পাওডার তৈরির মেশিনের। 

খুচরো সেলে লাভ বেশি হবে। 





আপনি যদি প্রতিদিন ৮ ঘন্টা কাজ করেন, তাহলে কম প্রাইজের মেশিনে ৫০০ কেজির মতো পাওডার বানাতে পারবেন, দরেন প্রতি দিন ৫০০ কেজি পাওডার বানালেন, প্রতি কেজি পাওডারে আপনি ২০ টাকা লাভ করলেন, তাহলে ৫০০ x ২০ = ১০০০০ টাকা দিনে ইনকাম। 

তাহলে মাসে ১০০০ x ৩০ = ৩০০০০০ টাকা আয় করবেন প্রতি মাসে। 


পাওডার তৈরির ছোট মিক্সার মেশিন, ৫০ - ৭০ কেজি, প্রতি মিক্সে। 
  

চিত্রঃ পাওডার তৈরির মেশিনের। 

ব্যবসার জন্য মেশিনের মূল্যঃ 

আপনি মেশিনের বিভিন্ন রকম প্যাকেজের মধ্যে ১২০০০০ টাকার প্যাকেজ নিতে পারেন, এই প্রাইজে আপনি মিক্সার, ওয়েট স্কেল ও প্যাকেজিং মেশিন পাবেন। 

এই মেশিনের সাহায্যেই আপনি ব্যবসা শুরু করতে পারবেন, চাইলে আরো বেশি প্রাইজের মেশিন কিনেও ব্যবসা করতে পারবেন। 




Read More

Sunday, November 13, 2022

মাসে আয় করুন লক্ষ টাকা । বিস্তারিত জানতে সম্পুর্ন পড়ুন।

2:54 PM 0
আমাদের দেশে প্রচুর ব্যবসা আছে, সঠিক ভাবে করতে পারলে আপনিও সফল, তাই যাই করবেন একটু পরিশ্রম করলেই আপনি সফল হবেন। 



আমাদের দেশের সকলেই ভাত খেয়ে অবস্থ, ভাতের পড়েই সকলে রুটি খেতে পছন্দ করে, তাই আপনি এই চান্স নিতে পারেন, আপনি এই রুটি তৈরির ব্যবসা শুরু করতে পারেন। 


ব্যবসার চাহিদাঃ

আমাদের দেশে অফিস, মার্কেট বিভিন্ন বাজারে রুটির চাহিদা প্রচুর, প্রতিদিন লক্ষ লক্ষ পিসের বেশি রুটি খাচ্ছে মানুষ। তাই আপনিই এই ব্যবসা করতে পারেন। 



ব্যবসার আইডীয়াঃ 

আপনি চাইলে প্রতিদিন আমাদের ছোট মেশিনেই রুটি বানাতে পারবেন, মেশিনে দিনে প্রায় ৫০০০ পিস রুটি বানাতে পারবেন, 

যদি প্রতি রুটিতে আপনি ৭ টাকা করেও সেল করেন, তাহলে ৫০০০ পিসে ২ টাকা করে দিনে ১০ হাজার টাকা আয় করতে পারবেন। 

১০০০০ টাকা করে ৩০ দিনে পাবেন ৩০০০০০ টাকা, মানে প্রতি মাসে আপনি আয় করতে পারবেন ৩ লক্ষ টাকা। 


মেশিনের খরচ কতঃ 
আমাদের থেকে মেশিন আপনি ১৩০০০০ থেকে পাবেন, 
যদি আপনি 275000 টাকার মেশিনের খরচ।









আপনি ১ মাসেই মেশিনের খরচ উঠাতে পারবেন, তাই মেশিন কেনার জন্য, আমাদের সাথে যোগাযোগ করুন। 

https://abcshopbd.com/product/rotimakingautomachinesmall-2/ 



Read More

Saturday, April 16, 2022

স্যানিটারি ন্যাপকিন তৈরির ব্যবসা করে কোটি পতি হোন। Sanitary Napkin Making Business.

8:33 PM 0

 স্যানিটারি ন্যাপকিন উন্নত দেশের সাথে তাল মিলিয়ে এখন আমাদের দেশেও চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এখন দেশে শিক্ষিতের হার বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এঞ্জিও প্রচার করায় এই প্যাডের চাহিদা বেড়েছে। 



তাই আপনিও এই ব্যবসা করে সহজেই আয় করতে পারেন কোটি টাকা। 

এই প্যাড সাধারনত ৩ ধরনের মেশিনে বানানো যায়, 

১- ম্যানুয়াল মেশিন। 

২- সেমি অটো মেশিন।

৩- অটো মেশিন। 


মেশিনের ভিডিও দেখুন।

আমরা যেহেতু এই ব্যবসায় নতুন, তাই আমরা সেমি অটো মেশিন দিয়েই শুরু করবো, আর যারা ব্যবসা বুঝেন, তার অটো মেশিন নিতে পারেন, মেশিন বাংলাদেশে ABC MACHINERY LTD থেকে নিতে পারেন, কারন তারা এই মেশিনের ব্যবহার, সেটিং করে দিবে মেশিন কেনার সাথে।

ই মেশিনের প্যাকেজ এ যা যা থাকবে।

১- সেমি অটো সিলিং মেশিন।

২- দুইটি পেশার মেশিন।

৩- একটি কম্পেশার।

৪- ছয় পিসের ডাইস ২ টি।a




৫- একটি ব্যাকুয়াম বাকেট।

৬- ইলেকট্রিক কাটিং মেশিন।

৭- গামিং ইন্সট্রুমেন্ট।

৮- অন্যান্য ইন্সট্রুমেন্ট।


আজকে আমরা মেশিন সম্পর্কে না বলে চলুন লাভ লসের হিসেব করি, 

যেমন আমাদের দেশে মিনিমাম Bangladesh Population 2022 (Live)

167,528,706 কোটি লোক আছে, আমি ১৭ কোটিই ধরলাম, 


এখন এই ১৭ কোটির মধ্যে মহিলাই ধরেন ৫০% এর বেশি, তবুও আমাদের হিসেবের সহজে আমরা ৪০% ই ধরলাম, এখন এর মধ্যে ২৫% ই ধরেন এই প্যাড ব্যবহার করে, তাহলে আমাদের প্রতি মাসে মিনিমাম ৪২৫০০০০০ মহিলা আছে, তার মানে প্রি জন প্রতি মহিলাদের প্রতি মাসেই মিনিমাম ১ প্যাকেট করে প্যাড লাগবেই, তাহলে এক প্যাকেটে মিনিমাম ৯ পিস থাকে। 


তাহলে ৪২৫০০০০০ X ৯ = ৩৮২৫০০০০০ পিস প্যাড মিনিমাম প্রতি মাসেই লাগবে, তাহলে আপনি যদি এই ব্যবসায় নেমে প্রতি মাসে ১ লক্ষ পিস বিক্রি করতে পারেন, ১ টাকা করে লাভ হলেও আপনি প্রতি মাসে প্রায় ১ লক্ষ টাকা আয় করবেন মিনিমাম হিসেবে। 


যারা সময় নিয়ে ব্যবসা করবে, ভালো মার্কেটিং করে তারা কেউ কেউ প্রতি মাসে ১ কোটি টাকাও আয় করে থাকে। 


তাই অযথা বসে না থেকে আপনিও শুরু করতে পারেন সেমি অটো মেশিন কিনে এই ব্যবসা। 


মেশিনের জন্য, টেনিং বা সকল তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন বাংলাদেশ ও পৃথিবীর সকল দেশেই সাপোর্ট পেতে যোগাযোগ করুন " এবিসি মেশিনারি লিমিটেড " এটা বাংলাদেশি লিমিটেড কোম্পানি, এদের বাংলাদেশ জয়েন স্টক কোম্পানি থেকে লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। 



যোগাযোগঃ 

ABC MACHINERY LTD.

Address: Rajendrapur Bazar, (Ohid Supar Underground Market), Gazipur-1741, Dhaka, Bangladesh.

Call: +88 01977886660, +88 01758631813, +88 01611418585, 01611418586


এবিসি মেশিনারি লিমিটেড।

রাজেন্দ্রপুর বাজার, (অহিদ সুপার মার্কেট, আন্ডার গ্রাউন্ড). গাজীপুর-১৭৪১, ঢাকা, বাংলাদেশ।



 



Read More

Thursday, November 12, 2020

সুপারি কাটিং করে ব্যবসা করে আয় করুন লক্ষ টাকা।

6:36 PM 0

যারা নতুন কিছু করার চিন্তা করতেছেন, বা নতুন কোন ব্যবসা করতে চাচ্ছেন, তারা কিছু টাকা ইনভেস্ট করে সুপারির ব্যবসা করতে পারেন। 

                                                                    চিত্রঃ ডায়মন্ড কাটিং

কাজ কি?

কাজ হচ্ছে সুপারি বাজার থেকে কেনা লাগবে, সেই সুবারি মেশিনে সাইজ করে কেটে বাঁজারে নিয়ে বিক্রি করতে হবে, পাইকারদের জানালে তারাই বাজার থেকে এসে আপনার মাল কিনে নিবে। 


 


লাভ / আয় কত হবে? 

এলাকা বেদে সুপারিই বিভিন্ন প্রাইজ হয়, ধরুন আপনি পাইকারি ধরে সুপারি কিনলেন প্রতি কেজি ২৫০-৩০০ টাকা কেজিতে। 

সেই সুবারি কাটিং করার পরে বাঁজারে আপনি ২০-৫০ টাকা বেশি প্রাইজে বিক্রি করতে পারবেন। 

 

এই কাজের জন্য কি কি লাগবে?

এই ব্যবসা করার জন্য আপনার লাগবে একটি কাটিং মেশিন, কিছু মূলধন কাঁচামাল কেনার জন্য।

 

মেশিন বাংলাদেশে হলে ২৪০০০০ টাকা থেকে শুরু হবে, ঘন্টায় প্রডাকশন পাবেন ৬০-১০০ কেজি, যদি ইন্ডিয়া হয় তবে মেশিনের মূল্য ৪০% কম হবে। 

 

মানে বাংলাদেশে যদি মেশিন ২৪০০০০ টাকা হয়, তবে কলকাটায় হবে ১৪৪০০০ টাকা প্রায়। 

 

যাই হোক মেশিন কেনা শেষ, এখন লাগবে কাঁচামাল, মানে সুপারি। ২৪০০০০ টাকার মেশিনে প্রতি ঘন্টায় সুপারি কাটতে পারে ৬০-১০০ কেজি। 

 

 


 

যদি ঘন্টায় ৬০ কেজি প্রডাকশন হয় তবে দৈনিক ৮ ঘন্টায় ৪৮০ কেজি

প্রতি কেজিতে লাভ ২০ টাকা তাহলে ৪৮০ কেজিতে লাভ হবে ৯৬০০ টাকা দৈনিক

 মাসে লাভ হবে ২৮৮০০০ টাকা প্রায় 

 

যেহেতু আপনি কাজ করবেন বাসায় তাই দোকান খরচ হবেনা, 

বিদ্যুৎ খরচ ১.৫ ঘোড়া মেশিনের মটরের জন্য মাসে ৫০০০ টাকা প্রায়, 

লেভার ৩ জনের খরচ ১০ হাজার করে ৩০ হাজার 

অন্যান্য আরো ৩০০০০ টাকা মাসে তাহলে মোট খরচ হবে ৬৫ হাজার টাকা মাসে, 

                                                                      চিত্রঃ জিরা কাটিং
 

 

তাহলে লাভ ছিলো ২৮৮০০০ টাকা

খরচ হবে               ৬৫০০০  টাকা

--------------------------------------

প্রতি মাসে লাভ হবে ২,২৩,০০০ টাকা মিনিমাম প্রায় 

 

তাহলে অযথা দেশের বাহিরে এতো টাকা দিয়ে না গিয়ে নিজেই উদ্যোক্তা হতে পারেন, এতে আপনিও আরো অন্যান্য দের চাকুরি দিতে পারবেন, এতে দেশ ও দশের উপকার হবে। 


তাই আপনি চিন্তা করুন বিদেশ গিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ গড়বেন, নাকি দেশেই কিছু করবেন?

 

                                                                   ভিডিওঃ অটো মেটিক জিরা, পয়সা কাটিং মেশিন।

 


 

মেশিন কেনার জন্য যোগাযোগ করতে পারেনঃ

এবিসি মেশিনারি লিমিটেড।

রাজেন্দ্রপুর বাজার (অহিদ সুপার আন্ডারগ্রাউন্ড মার্কেট)

গাজীপুর-১৭৪১, ঢাকা, বাংলাদেশ।

বিস্তারিত জানার জন্য ভিজিট করুন- https://abcshopbd.com/

অফিস টাইম সকাল ৯ - ৬টা

মোবাইলঃ ০১৯৭৭৮৮৬৬৬০, ০১৭৫৮৬৩১৮১৩

হোয়াটসেপঃ ০১৯৭৭৮৮৬৬৬০


Read More

Thursday, July 18, 2019

অল্প টাকায় ব্যবসা করতে পারেন ১ম পর্ব, A small business can make money

9:19 PM 8
আমরা যারা আমাদের আয় বাড়াতে চাই, তারা প্রতিনিয়ত নতুন কিছু করতে চাই, বা যারা এখনো কিছু করতে পারছেন না, তারা কিছু শুরু করতে চান অল্প টাকায়, তাদের জন্য আমার কিছু অল্প টাকায় ব্যবসার আইডিয়া মাথায় (ইনভেস্ট ছাড়াই আয় করুন ১৫০০০০ টাকা মাসে) গুর পাক খাচ্ছে, (আমি চাকুরির পাশা পাশি করি) ---- তাই আজ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, প্লিজ ঠাণ্ডা মাথায় একটু পড়ে বুঝে দেখুন, আপনার না হলেও আপনার আসে পাশের কারো কাজে লাগতে পারে। 



আপনি প্রথমেই অল্প টাকায় ২০ - ৩০ হাজার টাকায় শুরু করতে পারেন - ইলেকট্রিক + ইলেকট্রনিক্স এর ব্যবসা।


-> যেমন -> টর্চ লাইট, চার্জ লাইট, চার্জার ফ্যান, এমপ্লিফায়ার সার্কিট, সুপারগ্লু, সিলিং ফ্যান এর ক্যাপাসিটোর, ভলিয়ম সার্কিট, LED লাইট, মোটর সাইকেলের বেয়ারিং, সিলিং ফ্যানের বেয়ারিং, সুইচ, ভোল্টেজ স্ট্যাবিলাইজার, মিনি IPS ইত্যাদি -> 
-------------------------------------------------------------------------------------------------------


মাসে ৫ লক্ষ টাকা আয় করতে নিচের ছবিতে ক্লিক করুন। 
https://ylx-4.com/fullpage.php?section=General&pub=775621&ga=g



এই দরনের প্রোডাক্ট এর কেনা দাম এর চেয়ে প্রায় ২ -৩ গুন বেশি দামে বিক্রি করা যায়। প্রথমে আপনার আত্মীয় স্বজন দের কাছে বিক্রি করা শুরু করেন, পরে আস্তে আস্তে আপনার এলাকায়, তার পরে বিভিন্ন দোকানে বিক্রি শুরু করতে পারেন। এতে আপনার ও ভালো কিছু ইনকাম হবে। 



আমাদের দেশে যে হারে লোড শেডিং হচ্ছে, বার বার কারেন্ট আসার কারনে অতিরিক্ত হাই ভোল্টেজ হচ্ছে এতে করে আমাদের ইলেকট্রিক ডিভাইস গুলোর অনেক ক্ষতি হচ্ছে, এর হাত থেকে বাচতে হলে আমাদের এই ডিভাইস গুলোর সুরক্ষার জন্য Voltage Stabilizer ব্যবহার করা অতি গুরুত্ব পুর্ন। 

তাই আপনার আত্মীয় স্বজন দের কাছে এই Voltage Stabilizer বিক্রি করতে পারেন। ভালো ইনকাম করতে পারেন। 


আপনি প্রথমেই অল্প টাকায় ২০ - ৩০ হাজার টাকায় শুরু করতে পারেন - সাইকেল এর মোটর সেটআপের এর ব্যবসা।



অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও এখন সাইকেলে মটর লাগানোর দুম পরে গেছে। এখন অনেকেই কম খরছে তার বাই সাইকেল কে ইলেকট্রিক সাইকেলে রূপান্তরিত করে ফেলছেন। 



এতে করে চলা ফেরায় অনেক সুবিধা হচ্ছে, এই মটোর সেটাপের জন্য একটি মটর + ব্যাটারি লাগালেই কাজ শেষ, সেটাপ ও সহজ, একবার চার্জ দিলে চলেও ৪০-৫০ কিলোমিটার। চার্জ খরচ ও অনেক কম, মাত্র ৫-১০ টাকা। 





আপনি প্রথমেই অল্প টাকায় ২০ - ৩০ হাজার টাকায় শুরু করতে পারেন - রিক্সা এর মোটর সেটআপের এর ব্যবসা।



নরমাল রিক্সা গুলোতে এখন ইলেকট্রিক মোটর লাগানোর ব্যাবসাও হচ্ছে, সহজেই সেট আপ করতে পারেন এই মোটর। 



এছারা রিক্সার বিভিন্ন লাইট, টিট হর্ন, মিউজিক হর্ন, লেচু লাইট, মিউজিক লাইট, ব্যাটারি, পিনিয়াম, চার্জার, মোটর ইত্যাদি বিক্রি করতে পারেন, লাভ ভালোই। 

এছাড়া আরও অনেক কিছুই বর্তমানে করতে পারেন, বর্তমান চাহিদা অনুযায়ী অনেক ব্যবসাই আছে আমাদের চারি দিকে, একটু খুঁজ নিলেই করতে পারেন কম টাকায় ব্যাবসা, আরও কিছু জানার থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যতদূর পারি সাহায্য করবো। 

মাসে ৫ লক্ষ টাকা আয় করতে নিচের ছবিতে ক্লিক করুন। 

https://ylx-4.com/fullpage.php?section=General&pub=775621&ga=g

অল্প টাকায় ব্যবসা করতে পারেন ২ম পর্ব, A small business can make money

 

 

http://mahaditrade.blogspot.com/2016/11/blog-post_14.html



Visit us

শিডিউল ছাড়া আসবেন না,

Contact Details

ABC MACHINERY LTD

Rajendrapur Bazar,
(Undar Ground Market), Gazipur-1741, Dhaka.
রাজেন্দ্রপুর বাজার, (অহিদ সুপার মার্কেট, আন্ডার গ্রাউন্ড). গাজীপুর-১৭৪১, ঢাকা, বাংলাদেশ।

* সকাল ৯ থেকে বিকেল ৬ টা পর্যন্ত কল দিয়ে পাবেন।

Call: +88 01611418586, 01758631813, 01977886660
* IMO, WhatsApp, Viber +88 01611418585, 01977886660
* e-mail: infoabcltd@gmail.com
We-chat: abc-engineering
web:abcshopbd.com

আমাদের ফলো করুন ফেইসবুকে।

Youtube : mahadivirus
* Facebook : exportbdimport


মেশিন কেনার জন্য দেখুন- http://www.abcshopbd.com/

মেহেদি- ০১৯৭৭৮৮৬৬৬০, 01758631813 ফেইজবুকে আমি

আমাদের Youtube চ্যানেল ঃ mahadi virus


Tag: olpo takar bebsha, alpa takar bebsha, low cost business, অল্প টাকায় ব্যবসা, অল্প টাকায় ব্যবসা করুন, অল্প টাকায় কি ব্যবসা করা যায়, অল্প টাকায় লাভ জনক ব্যবসা, অল্প টাকায় সহজ ব্যবসা, ধনি হওয়ার সহজ উপায়, অল্প টাকায় যে ব্যবসা গুলো করা যায়। 
Read More

Friday, March 16, 2018

টাইলস তৈরির মেশিন কিনে ব্যবসা করুন

8:26 PM 0

যারা ইন্ডাস্টিয়াল ব্যবসা করতে চান, তারা ইচ্ছে করলে আজি দিতে পারেন টাইলস তৈরির কারখানা। তাও মাত্র নাম মাত্র মুল্যে মেশিন কিনে।




অভাক হওয়ার কিছু নাই, আশলে আমাদের দেশে অনেক বড় বড় কোম্পানি আছে টাইলস তৈরির, তাদের ফ্যাক্টরি বড় তাই তাদের ইনভেস্ট ও অনেক বড়। কিন্তু আপনি ইচ্ছে করলে অল্প টাকাও ছোট আকারে এই ব্যবসা করতে পারবেন।

চিত্রঃ যেমন ডিজাইন এর ডাইস কিনবেন, তেমনি ডিজাইন এর টাইলস হবে।

একবার কারখানা চালু হয়ে গেলে তার পর ব্যাংক লোন দেবে, সেই টাকায় ইচ্ছে করলে বড় মেশিন কিনতে পারবেন ব্যবসা বাড়ানোর জন্য।


মেশিনের ভিডিও দেখুন ... 



সেই কথায় না গিয়ে আমরা আসি টাইস তৈরির ব্যবসার দিকে, জি আপনি আজকে যা পরতেছেন সেটা অল্প টাকায় টাইলস তৈরির কারখানার বিষয়ে লিখা। আর কথা না বাড়িয়ে চলে যাই হিসাব নিকাশ এর দিকে-





তৈরিঃ
আপনার ১X১ স্কয়ার ফিট টাইলস বানাতে খরচ পড়বে মাত্র ১৩-১৮ টাকা, বিক্রি করতে পারবেন পাইকারি ২৫-৩৫ টাকা, খুচরা ৪০-৫৫ টাকা পিস, প্রাইজ বাড়ে কমে।


DDDDDDDDDDDDDDDDDDDDDDD


আপনি যদি প্রতিদিন মাত্র ২ হাজার পিস টাইলস তৈরি করেন তবে মাসে পাবেন
2000 X 30 = 60000 হাজার পিস।


চিত্রঃ যেমন ডিজাইন এর ডাইস কিনবেন, তেমনি ডিজাইন এর টাইলস হবে।


যদি এভারেজ প্রতি পিস আপনি ৩৫ টাকা বিক্রি করেন তবে পাবেন 35 X 60000 = 2100000 টাকা।

আপনি তৈরি করেছেন এভারেস এ ১৫ টাকা করে ৬০ হাজার পিস মাত্র ৯ লক্ষ টাকায়।

তাহলে আপনার লাভ হবে-
বিক্রি খরচ ২১০০০০০ টাকা
তৈরি খরচ  ৯০০০০০ টাকা
লাভ     ১২০০০০০ টাকা  


চিত্রঃ যেমন ডিজাইন এর ডাইস কিনবেন, তেমনি ডিজাইন এর টাইলস হবে।

মেশিন কিনতে ক্লিক করুন এই লিংকে

৫ জন কর্মচারির বেতন
২ জন অপারেটর এর বেতন 15000 x 2 = 30000 Taka per month
৩ জন হ্যাল্পার এর বেতন ৮০০০ x 3 = ২৪০০০ টাকা
তাহলে খরচ ৫৪০০০ টাকা শ্রমিক দের জন্য
লাভ ছিলো ১২০০০০০ টাকা
সকল খরচ বাদ দিলে থাকে প্রতি মাসে ১১৪৬০০০ টাকা


চিত্রঃ যেমন ডিজাইন এর ডাইস কিনবেন, তেমনি ডিজাইন এর টাইলস হবে।


এই অল্প টাকার মেশিন কিনে আপনিও আয় করতে পারেন লক্ষ লক্ষ টাকা তাও প্রতি মাসে।



চিত্রঃ বিভিন্ডান ডিজাইন টাইলস এর মোল্ড বা ডাইস,


মেশিন + সেটাপ + ১ বছরের সার্ভিসিং সহ প্রাইজঃ 


ফুল ফ্যাক্টরির মেশিন সেটাপ করেতে আপনার খরচ হবে মাত্র ৫-৬ লক্ষ টাকা।
মেশিন কেনার বা অর্ডার এর সময় ৫০-৭০% পেমেন্ট করতে হবে, গ্যারান্টি হিসেবে ব্যাংক চেক পাবেন। মেশিন আশার পর সেটাপ ফ্রি, বাকি টাকার ৫০% দিতে হবে, ফুল সেটাপ এবং টেস্ট হলে বাকি টাকা দিবেন। ধন্যবাদ যাদের মেশিন লাগবে তারা মেসেস বা ইমেইল করুন।
হোয়াটসেপ, ইমুত & ভাইবার এ মেসেস করুন  +8801977886660




চিত্রঃ যেমন ডিজাইন এর ডাইস কিনবেন, তেমনি ডিজাইন এর টাইলস হবে।

মেশিন কিনতে ক্লিক করুন এই লিংকে
* যোগাযোগ *
অফিসে আসার আগে শিডিউল নিয়ে আসেন, ধন্যবাদ।
এবিসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড রাজেন্দ্রপুর রেলগেইট,
অহিদ সুপার আন্ডারগ্রাউন্ড মার্কেট, গাজীপুর-১৭৪১, ঢাকা


চিত্রঃ যেমন ডিজাইন এর ডাইস কিনবেন, তেমনি ডিজাইন এর টাইলস হবে। Regards, Engr. Mahadi Hasan http://www.abcshopbd.com/
WhatsApp + Viber : +88 01977886660

IMO: +88 01611418585

Wechat: abc-engineering

www.facebook.com/exportbdimport

মেশিনের ভিডিও দেখুন ব্যাবসায়ী আইডিয়া পেতে www.mahaditrade.blogspot.com

ইউটিউবে আমাদের ভিডিও দেখুন






মেশিন কিনতে ক্লিক করুন এই লিংকে


Tag: tiles making machine price in bd, tiles making machine price in Bangladesh, tiles making machine price in India, tiles making machine price in kolkata, টাইলস তৈরির মেশিন এর দাম, কম দামে টাইলস মেশিন, কম দামে টাইলস তৈরির মেশিন, টাইলস মেশিন কোথায় পাওয়া যায়, low price tiles machine, 01977886660, abc engineering ltd, abc engineering, অল্প টাকায় লাভজনক ব্যবসা, অল্প টাকার ব্যবসা, অল্প টাকায় কোটিপতি, অল্প টাকায় অধিক লাভ, low amount high profit business,


Read More

অন্যান্য বিষয় খুজুন-

Post Top Ad