স্যানিটারি ন্যাপকিন তৈরির ব্যবসা করে কোটি পতি হোন। Sanitary Napkin Making Business. - ব্যবসায়ী আইডিয়া

বিজ্ঞাপন

LightBlog

New

Post Top Ad

Saturday, April 16, 2022

স্যানিটারি ন্যাপকিন তৈরির ব্যবসা করে কোটি পতি হোন। Sanitary Napkin Making Business.

 স্যানিটারি ন্যাপকিন উন্নত দেশের সাথে তাল মিলিয়ে এখন আমাদের দেশেও চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এখন দেশে শিক্ষিতের হার বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এঞ্জিও প্রচার করায় এই প্যাডের চাহিদা বেড়েছে। 



তাই আপনিও এই ব্যবসা করে সহজেই আয় করতে পারেন কোটি টাকা। 

এই প্যাড সাধারনত ৩ ধরনের মেশিনে বানানো যায়, 

১- ম্যানুয়াল মেশিন। 

২- সেমি অটো মেশিন।

৩- অটো মেশিন। 


মেশিনের ভিডিও দেখুন।

আমরা যেহেতু এই ব্যবসায় নতুন, তাই আমরা সেমি অটো মেশিন দিয়েই শুরু করবো, আর যারা ব্যবসা বুঝেন, তার অটো মেশিন নিতে পারেন, মেশিন বাংলাদেশে ABC MACHINERY LTD থেকে নিতে পারেন, কারন তারা এই মেশিনের ব্যবহার, সেটিং করে দিবে মেশিন কেনার সাথে।

ই মেশিনের প্যাকেজ এ যা যা থাকবে।

১- সেমি অটো সিলিং মেশিন।

২- দুইটি পেশার মেশিন।

৩- একটি কম্পেশার।

৪- ছয় পিসের ডাইস ২ টি।a




৫- একটি ব্যাকুয়াম বাকেট।

৬- ইলেকট্রিক কাটিং মেশিন।

৭- গামিং ইন্সট্রুমেন্ট।

৮- অন্যান্য ইন্সট্রুমেন্ট।


আজকে আমরা মেশিন সম্পর্কে না বলে চলুন লাভ লসের হিসেব করি, 

যেমন আমাদের দেশে মিনিমাম Bangladesh Population 2022 (Live)

167,528,706 কোটি লোক আছে, আমি ১৭ কোটিই ধরলাম, 


এখন এই ১৭ কোটির মধ্যে মহিলাই ধরেন ৫০% এর বেশি, তবুও আমাদের হিসেবের সহজে আমরা ৪০% ই ধরলাম, এখন এর মধ্যে ২৫% ই ধরেন এই প্যাড ব্যবহার করে, তাহলে আমাদের প্রতি মাসে মিনিমাম ৪২৫০০০০০ মহিলা আছে, তার মানে প্রি জন প্রতি মহিলাদের প্রতি মাসেই মিনিমাম ১ প্যাকেট করে প্যাড লাগবেই, তাহলে এক প্যাকেটে মিনিমাম ৯ পিস থাকে। 


তাহলে ৪২৫০০০০০ X ৯ = ৩৮২৫০০০০০ পিস প্যাড মিনিমাম প্রতি মাসেই লাগবে, তাহলে আপনি যদি এই ব্যবসায় নেমে প্রতি মাসে ১ লক্ষ পিস বিক্রি করতে পারেন, ১ টাকা করে লাভ হলেও আপনি প্রতি মাসে প্রায় ১ লক্ষ টাকা আয় করবেন মিনিমাম হিসেবে। 


যারা সময় নিয়ে ব্যবসা করবে, ভালো মার্কেটিং করে তারা কেউ কেউ প্রতি মাসে ১ কোটি টাকাও আয় করে থাকে। 


তাই অযথা বসে না থেকে আপনিও শুরু করতে পারেন সেমি অটো মেশিন কিনে এই ব্যবসা। 


মেশিনের জন্য, টেনিং বা সকল তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন বাংলাদেশ ও পৃথিবীর সকল দেশেই সাপোর্ট পেতে যোগাযোগ করুন " এবিসি মেশিনারি লিমিটেড " এটা বাংলাদেশি লিমিটেড কোম্পানি, এদের বাংলাদেশ জয়েন স্টক কোম্পানি থেকে লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। 



যোগাযোগঃ 

ABC MACHINERY LTD.

Address: Rajendrapur Bazar, (Ohid Supar Underground Market), Gazipur-1741, Dhaka, Bangladesh.

Call: +88 01977886660, +88 01758631813, +88 01611418585, 01611418586


এবিসি মেশিনারি লিমিটেড।

রাজেন্দ্রপুর বাজার, (অহিদ সুপার মার্কেট, আন্ডার গ্রাউন্ড). গাজীপুর-১৭৪১, ঢাকা, বাংলাদেশ।



 



No comments:

Post a Comment

Thanks For Your Message
এবিসি মেশিনারি লিমিটেড।
Call: 01977886660, 01758631813
মেশিন কেনার জন্য - http://www.abcshopbd.com/

অন্যান্য বিষয় খুজুন-

Post Top Ad