প্যাকেজিং বা কাগজের বাক্স তৈরি করুন - ব্যবসায়ী আইডিয়া

বিজ্ঞাপন

LightBlog

New

Post Top Ad

Saturday, November 7, 2015

প্যাকেজিং বা কাগজের বাক্স তৈরি করুন

প্যাকেজিং বা কাগজের বাক্স তৈরি ও ব্যবসা সম্ভবনা.........................
গ্রাম বা শহর সব জায়গার শাড়ি, জুতা, মিষ্টি, খাবার প্রভৃতির দোকানে প্যাকেট দরকার হয়। ভালো প্যাকেজিং ছাড়া ব্যবসা-বাণিজ্যের উন্নতি সম্ভব হয় না। উন্নতমানের প্যাকেজিং বাক্স তৈরি করে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যেতে পারে। বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী বাজারজাত এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন ধরনের প্যাকেট ব্যবহৃত হয়। যেমন- শাড়ির বাক্স, জুতোর বাক্স, মিষ্টির বাক্স, বিরিয়ানীর বাক্স ইত্যাদি। মোটা, শক্ত কাগজ দিয়ে এসব প্যাকেট তৈরি করাকে প্যাকেজিং বলা হয়।
বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বাজারজাত এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন ধরনের প্যাকেট ব্যবহৃত হয়। যেমন- শাড়ীর বাক্স, জুতোর বাক্স, মিষ্টির বাক্স, বিরিয়ানীর বাক্স ইত্যাদি। মোটা, শক্ত কাগজ দিয়ে এসব প্যাকেট তৈরি করাকে প্যাকেজিং বলা হয়।
বাজার সম্ভাবনা
গ্রাম বা শহর সব জায়গার শাড়ী, জুতা, মিষ্টি, খাবার প্রভৃতির দোকানে প্যাকেট দরকার হয়। ভালো প্যাকেজিং ছাড়া ব্যবসা বাণিজ্যের উন্নতি সম্ভব হয় না। উন্নত মানের প্যাকেজিং বাক্স তৈরি করে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করা যেতে পারে।



মূলধন
আনুমানিক ৮০০-৮৫০ টাকার স্থায়ী উপকরণ ও ১৬০০-২০০০ টাকা কাঁচামাল নিয়ে ছোট আকারে প্রাথমিকভাবে প্যাকেজিং ব্যবসা শুরু করা যেতে পারে। প্যাকেজিং ব্যবসা শুরু করতে যদি নিজের কাছে প্রয়োজনীয় পুঁজি না থাকে তাহলে স্থানীয় ঋণদানকারী ব্যাংক (সোনালী ব্যাংক, জনতা ব্যাংক , রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক)বা বেসরকারি প্রতিষ্ঠান (আশা, গ্রামীণ ব্যাংক, ব্রাক, প্রশিকা) থেকে শর্ত সাপেক্ষে স্বল্প সুদে ঋণ নেয়া যেতে পারে।

প্রশিক্ষণ
প্যাকেজিং ব্যবসাতে প্যাকেট তৈরি প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কপোর্রেশন (বিসিক)-এর স্থানীয় নকশা কেন্দ্রে যোগাযোগা করা যেতে পারে। এখানে ৩ মাস মেয়াদী কোর্স ব্যবস্থা চালু আছে।
প্রয়োজনীয় উপকরণ, পরিমাণ ও মূল্য
স্থায়ী উপকরণ

উপকরণ:
কড়াই:১ টি-২০০-২০৫tk
চুলা:১ টি-১৫০-১৬০tk
স্কেল:১ টি-৩০-৩২tk
গামলা:১ টি-৮০-৮৫tk
কাঁচি:১ টি-১০০-১০৫tk
বাটি:১ টি-৩০-৩৫tk
ব্রাশ(কাঠ):১ টি-৩০-৩৫tk
খুনতি:১ টি-৪০-৪২tk
চৌকি:১ টি-১৫০-১৫৮tk
মোট=৮১০-৮৫০ টাকা

কাঁচামাল:
বোর্ড কাগজ (শক্ত মোটা কাগজ):৫০০ শীট- ১২০০-১২৫০tk-কাগজের পাইকারী দোকান
সাদা কাগজ (পাতলা):৫০০ শীট-২২০-২৪০tk-কাগজের পাইকারী দোকান
লাল/রঙিন কাগজ:১৫০ শীট-১০০-১১০tk-কাগজের পাইকারী দোকান
আঠা:আনুমানিক-৩৫-৪০tk-হার্ডওয়ারের দোকান
মোট= ১৫৫৫-১৬৪০ টাকা
প্যাকেট তৈরির নিয়ম

জুতার প্যাকেট তৈরির নিয়ম
জুতার বাক্সের সাইজ অনুযায়ী শীটগুলো কাগজ কাটার মেশিন দিয়ে কেটে নিতে হয়।
এরপর এগুলো ক্রিজ মেশিন দিয়ে ভাঁজ করা হয়।
ভাঁজ করা অংশগুলো আঠা দিয়ে জোড়া লাগানো হয়।
বাক্সের দুইটি অংশ থাকে বাক্স এবং তার ঢাকনা।
জুতার বাক্সগুলো সাধারণত একই সাইজের হয়ে থাকে। তবে বাচ্চাদের জুতার বাক্সগুলো আকারে ছোট হয়ে থাকে।
বাক্সের বাইরের খসখসে অংশটুকু রঙ্গীন কাগজ দিয়ে মুড়িয়ে দেয়া হয়।

মিষ্টির প্যাকেট তৈরির নিয়ম
মিষ্টির বাক্স তৈরির ক্ষেত্রে নরম বোর্ড দিয়ে বাক্স তৈরি করা হয়।
মিষ্টির বাক্সের আকার অনুযায়ী শীটগুলো কাগজ কাটার মেশিন দিয়ে কাটতে হয়।
এরপর ক্রিজ মেশিন দিয়ে ভাঁজ করা হয়।
কাটা অংশগুলো এরপর আঠা দিয়ে জোড়া লাগানো হয়।
বাক্সের দুইটি অংশ থাকে। বাক্স এবং তার ঢাকনা।
মিষ্টির ওজন অনুযায়ী বাক্সের সাইজ বিভিন্ন ধরনের হয়ে থাকে।
বাক্সের বাইরের খসখসে অংশটুকু বিভিন্ন রঙের কাগজ দিয়ে মুড়িয়ে দেয়া হয়।

সাবধানতা
হাতে গ্লাভস/দস্তানা ব্যবহার করতে হবে। কাগজ কাটার সময় ভালোভাবে মেপে কাগজ কাটতে হবে যেন কাগজ নষ্ট না হয়।
আনুমানিক আয় ও লাভের পরিমাণ



খরচ:
দৈনিক কাঁচামাল বাবদ খরচ-১৫৫৫-১৬৪০tk
স্থায়ী উপকরণের অবচয়(ক্ষতি) বাবদ খরচ-৩-৪tk
যাতায়াত ও অন্যান্য খরচ-৫০-৬০tk
২ জন শ্রমিক বাবদ খরচ-৪৪০-৪৮০tk
শীট গুলো কাটানোর খরচ বাবদ-২০০-২৫০tk
মোট=২২৪৮-২৪৩৪ টাকা

আয় ও লাভ
৫০০ শীট দিয়ে আনুমানিক ১২০০ প্যাকেট তৈরি করা যায়। প্রতিটি বাক্সের বিক্রি মূল্য ২.৫০ টাকা হলে ১২০০ প্যাকেটের বিক্রি মূল্য ৩০০০ টাকা। ১২০০ প্যাকেট তৈরি খরচ আনুমানিক ২৪০০ টাকা হলে লাভ হতে পারে আনুমানিক ৬০০ টাকা।
যে কোন ব্যক্তি এই প্যাকেজিং ব্যবসা করে সহজেই স্বাবলম্বী হতে পারেন।
কেস স্টাডি:
ঠোঙা ও ব্যাগ তৈরি করে ভাগ্যবদল
নওগাঁর পত্মীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের একটি গ্রামের নাম হাসান বেগপুর। এখানকার আদিবাসী নারীরা ঠোঙা ও ব্যাগ তৈরি করে তাদের ভাগ্যবদল করেছেন।
গ্রামের এক ইউপি সদস্যের বাড়িতে গিয়ে দেখা যায়, আঙিনায় বসে রয়েছেন ২০/২৫ জন বিভিন্ন বয়সী নারী। তারা ঠোঙা ও ব্যাগ তৈরির কাজে ব্যস্ত। কেউ মেশিন বা কাঁচি দিয়ে কাগজ কাটছেন, কেউ লাগাচ্ছেন আঠা, মেশিনে কেউ কাপড়ের ব্যাগ সেলাইয়ে ব্যস্ত।
কাজের ফাঁকেই কথা হয় সুনিবালা উরাও, দিনোমনি তিগ্যাসহ আরও কয়েকজনের সাথে। তারা জানান, ২০০৫ সাল থেকে স্থানীয় বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থার (বিএসডিওর) সহযোগিতা নিয়ে এ কাজ শুরু করেন। সম্প্রতি ইউনিয়ন উন্নয়ন কমিটির সদস্যদের সহায়তায় তারা ব্র্যাক অফিসের মাধ্যমে ৫ জন নারী ৫ দিনব্যাপি ঠোঙা ও ব্যাগ তৈরির ওপর প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ পরবর্তী ৭০ হাজার টাকার ব্যাগ তৈরির উপকরণ পেয়েছেন। যা দিয়ে তারা কাগজের ব্যাগ, ঠোঙা ও কাপড়ের ব্যাগ তৈরি করে বাজারজাত করা শুরু করেন।
প্রশিক্ষণপ্রাপ্ত ৫ নারী একই গ্রামের আরও ১৫/২০ জনকে নিয়ে ঠোঙা ও ব্যাগ তৈরির কাজ করে আসছেন ৮ বছর থেকে।






No comments:

Post a Comment

Thanks For Your Message
এবিসি মেশিনারি লিমিটেড।
Call: 01977886660, 01758631813
মেশিন কেনার জন্য - http://www.abcshopbd.com/

অন্যান্য বিষয় খুজুন-

Post Top Ad

LightBlog