July 2016 - ব্যবসায়ী আইডিয়া

বিজ্ঞাপন

LightBlog

New

Post Top Ad

Friday, July 1, 2016

যে ভাবে শুরু করবেন ফিল্ম মিডিয়ার ব্যবসা, ৮ম পর্ব

10:29 PM 0
বর্তমানে বেশ তুঙ্গে থাকা ব্যবসার মধ্যে একটি হচ্ছে মিডিয়া ব্যবসা, মিডিয়ার গ্লামার জগতের মধ্যে নিজেকে দেখতে চায় অনেকেই। বর্তমানে মিডিয়াতে কাজ করতে পারেন অনেক প্রকারেই। যেমন-

২- ডিরেক্টর
৩- অভিনেতা অভিনেত্রী
৪- কলাকুশলী ও প্রোডাকশন
৫- স্ক্রিপ্ট রাইটার
৬- পরিবেশক
৭- সমন্বয় কারি
৮- এংকর


তাই আপনাকে ভাবতে হবে আপনি কি করবেন, কি হিসেবে মিডিয়াতে প্রবেশ করবেন।






১- প্রডিউসসারঃ সহযে প্রবেশ করতে পারবেন প্রডিউসার হয়ে, বিভিন্ন নাটক, সিনেমা, টেলিফিল্ম এর প্রডিউসার হয়ে কামাতে পারেন মোটা অংকের প্রফিট। 
আপনি ইচ্ছে করলেই যেকোন ডিরেক্টর দিয়ে কাজ করাতে পারেন, বা কোন প্রডাকশন হাউজে কাজ দিয়ে দিতে পারেন, তাই আপনার কাজ তুলে এনে দিবে, অনেক প্রডাকশন হাউজ আছে যারা ফিল্ম মেকিং থেকে শুরু করে ফিল্ম বিক্রি পর্যন্ত সকল কাজ করে দেয়। 2mm Film in Bangladesh  

 এর মধ্যে একটি, এটা ইন্ডিয়া ও বাংলাদেশ এর যৌথ সংস্থা, তাই তারাও আপনার কাজ করে দিতে পারবেন। তাদের কে কাজ দিয়ে মনের শুখে নাকে তেল দিয়ে ঘুমান। যেমন- মনপুরা ফিল্ম ৪০ লক্ষ টাকা বাজেট নিয়ে আয় করেছে ১ কোটি ৫০ লক্ষ্য টাকা, এখনো আয় হচ্ছে। 



২- ডিরেক্টরঃ ডিরেক্টর হয়ে আপনার মনের শিল্পত্তকে প্রকাশ করতে পারেন খুভ সহযেই, যদ নিজের প্রডিউস করার মতো টাকা থাকে, তাহলে সহযেই হয়ে যেতে পারেন একজন ডিরেক্টর। অল্পটাকায় প্রথমে বিভিন্ন শর্ট ফিল্ম বানাতে পারেন, আপনার এলেকার বন্ধু-ভান্ধবি, ছেলে-মেয়েদের নিয়ে। আর তা প্রচার করতে পারেন বিভিন্ন ফেস্টিবেলে। আর যদি টাকা পয়সা তেমন না থাকে, তবে প্রথমে আপনাকে যে কোন পরিচালকের হাত দরে প্রবেশ করতে হবে। এতে লজ্জার কিছুই নেই, বর্তমানে অনেক গুনি পরিচালকই বিভিন্ন পরিচালকের হাত দরেই মিডিয়াতে প্রবেশ করেছেন।
যেমন- মোস্তফা সরয়ার ফারুকির হাত দরে মোস্তফা কামাল রাজ, রেদয়ান রনি এমন অনেকেই আছেন যারা পরিচালকদের হাত দরে এসেই এখন তারাও গুনি পরিচালক হয়েছেন। তাই আপনিউ নেমে পরতে পারেন পরিচালকের সাথে।




৩- অভিনেতা অভিনেত্রীঃ মিডিয়াতে এই সেক্টরের লোক সংখ্যা অনেক বেশি আগ্রহী, এবং এই লাইনে অনেকেই সর্বষ্য খুইয়েছেন। তাই এই লাইন টা অনেক বিপধ জনক এবং আকর্শনিয়। তবে হুট হাত না করে ষ্টেজ-থিয়েটার থেকেই শুরু করা ভালো, তাহলে আপনি সামনে ভালো করতে পয়ারবেন, যেমনঃ চঞ্চল, মোশারফ ইত্যাদি। আর যদি নিজের ইনভেস্ট করার মতো টাকা থাকে তাহলে একেবারেই সহজ এই পথে এগিয়ে যাওয়া, যেমন- অনন্ত জলিল, বর্ষা। তারা রাতা রাতি সুপারস্টার। অন্যথায় বহু কাঠ খর পুরাতে হবে, সেটা আপনার ... ইয়ে দিয়েও হতে পারে। বাংলাদেশে বিভিন্ন প্রতিযোগিতা হয়, সেখানে অংশগ্রহণ করতে পারেন, নিজের ভাগ্য যাচাই করতে। তাই ষ্টেজ, থিয়েটার অথবা মডেলিং দিয়েই শুরু করেন, সহজেই এগিয়ে যেতে পারবেন।



৪- কলাকুশলীঃ মিডিয়ারে প্রচুর কাজের লোক লাগে, স্পট বয়, প্রোডাকশন বয় ইত্যাদি, এমন অনেক কাজেই আপনি প্রবেশ করতে পারবেন মিডিয়াতে। প্রথম প্রথম হয়তো অল্প কিছু টাকা পাবেন আবার নাও পেতে পারেন, প্রবেশ করাটাইত মুখ্য ব্যপার তাইনা? তাই আজি ডুকে যান এদের দলে। আর শুরু করুন আপনার মিডিয়ায় পথ চলা।






৫- স্ক্রিপ্ট রাইটারঃ বিভিন্ন প্রকার গল্পের কারনেই কিন্তু নাটক, টেলিফিল্ম, সিনেমা হিট করে থাকে, তাই স্ক্রিপ্ট রাইটারের মূল্যও কিন্তু অনেক। তাই আপনিউ ভালো গল্প লিখে হয়ে যেতে পারেন স্ক্রিপ্ট রাইটার, আর প্রবেশ করতে পারবেন মিডিয়াতে। পরিচালক অনন্য মামুন ও নাকি স্ক্রিপ্ট রাইটার ও চিত্তনাট্য কার আব্দুল যহির বাবুর হাত দরেই প্রথমে স্ক্রিপ্ট রাইটার হিসেবেই মিডিয়াতে প্রবেশ করেন, বর্তমানে মিডিয়াতে তিনি একজন প্রতিষ্ঠিত ডিরেক্টর।



৬- পরিবেশকঃ নাটিক বা সিনেমা যাই হোক, তার শেষ পরিনামত পরিবেশক বা মার্কেটিং কে দিয়েই, যিনি আপনার কষ্টের ফসলকে টাকায় তুপান্তরিত করতে পারবে। তাই আপনাকে বিভিন্ন টিবি চ্যানেলে বা পরিবেশক এর সাথে আতাত থাকতে হবে, যাতে আপনি আপনার অনুষ্ঠানটি বিক্রি করে টাকা আয় করতে পারবেন। যদি আপনার মিডিয়াতে ভালো হাত থাকে, তবে আপনিউ হতে পারেন একজন পরিবেশক। আর কামাতে পারেন প্রচুর মুনাফা।



৭- সমন্বয় কারিঃ মিডিয়াতে এর চাহিদা প্রচুর, কারন বর্তমানেও এর বাজারে স্বল্পতার ঘাটতি রয়েই গেছে, তাই আপনিউ হতে পারেন এই সমন্বয় কারি বা এডিটর। তাই আপনাকে প্রথমেই এডিটিং করার জন্য বিভিন্ন সফট্র্যারের কাজ শিখতে হবে, সমন্বয় করার জন্য। এর পাশাপাশি যদি আপনি CGI, VFX, Color Grading এর কাজ শিখতে পারেন তাহলেত আর কথাই নেই, আপনাকে পায় কে, আপনিও হয়ে যেতে পারেন মিডিয়া জগতের উজ্জ্বল নক্ষত্র। প্রতি নাটক, এড, ফিল্ম, সিরিয়ালের এডিটিং করে কামাতে পারেন প্রচুর টাকা।



৮- এংকরঃ টিভি খুললেই এখন দেখা যায় শুধু খবর আর বিভিন্ন টকশো, আর উপস্থাপন এর বাহার। আপনিয় হতে পারেন এদের একজন, তাই আপনাকে সুন্দর বাচন ভঙ্গির সাথে ভালো গেটাপ থাকতে হবে। আপনার না থাকলেও চলবে চলে জান
 Jobs A1 এর প্রতিষ্ঠানে, তাদের কোর্স করে হয়ে যান একজন সফল এঙ্কর। আর হয়ে উঠুন উজ্জ্বল নক্ষত্র, বর্তমানে অনেক এঙ্করি প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রী।



৯- ক্যামেরাম্যান বা সিনেমাটোগ্রাফারঃ মিডিয়াতে যা মেকিং হয়, তাত ক্যেমেরা দিয়েই রেকট করা হয়, তাই এই সেক্টরে একজন ক্যামেরা মেনের ভালো মুল্য আছে, ভালো সিনেমাটোগ্রাফার এর জন্য কিন্তু ফিল্ম, নাটক ইত্যাদি হিট হয়, তাই একে এরিয়ে গেলে চলবেনা। আয় ও মাশাআল্লাহ অনেক, তাই আজি হয়ে যান একজন সিনেমাটোগ্রাফার বা ক্যামেরা ম্যান। 





তাই বিভিন্ন ভাবেই হয়ে উঠতে পারেন আপনিউ একজন সফল মিডিয়া ব্যক্তিত্ত। চারিদিক দেখে শুনে, হাট ঘাট বেধে নেমে পরুন মিডিয়াতে, পরিশ্রমী আর ধোর্য্য আপনাকে এনে দিবে সফলতা ইনশাআল্লাহ্‌।



এখানে অনেক কিছুই ফুল বিস্থারিত লিখা সম্ভব হয়নি, তাই খাপ ছাড়া লাগছে, শুধু ধারনা দেওয়ার জন্যই আজকের এই লিখা। 




Visit us

শিডিউল ছাড়া আসবেন না,

Contact Details

ABC ENGINEERING LTD

Rajendrapur Bazar,
(Undar Ground Market), Gazipur-1741, Dhaka.
রাজেন্দ্রপুর বাজার, (অহিদ সুপার মার্কেট, আন্ডার গ্রাউন্ড). গাজীপুর-১৭৪১, ঢাকা, বাংলাদেশ।

* সকাল ৯ থেকে বিকেল ৬ টা পর্যন্ত কল দিয়ে পাবেন।

Call: +88 01611418586, 01758631813, 01977886660
* IMO, WhatsApp, Viber +88 01611418585, 01977886660
* e-mail: infoabcltd@gmail.com
We-chat: abc-engineering
web:abcshopbd.com

আমাদের ফলো করুন ফেইসবুকে।

Youtube : mahadivirus
* Facebook : exportbdimport

অফিস খোলার সময়:

Opening Hours / খোলার সময়-

শনি থেকে বৃহস্পতি- 09:00am - 06:00pm / ০৯:০০ সকাল- ০৬:০০ বিকাল
* বিঃ দ্রঃ শিডিউল ছাড়া আশা নিষেধ, ম্যাসেজ দিয়ে শিডিউল নিয়ে আসবেন, শিডিউল এর জন্য কোন টাকা লাগেনা, ধন্যবাদ।
abc engineering ltd
* এখানে কোন মাল ষ্টক করা হয়না, অর্ডার হলে সাপ্লাই দেওয়া হয়।
* দয়াকরে শুধু ভিজিট করতে কেউ আসবেন না, ওয়েব সাইটে সবকিছুই লিখা আছে অর্ডারের নিয়ম , কোন পণ্য ডেলিভারি দিতে কত সময় লাগে ইত্যাদি আগে ভালো করে দেখে বুঝে তারপড় অফিসে আসবেন অর্ডার দিতে, ধন্যবাদ।

Facebook : 2mm Film inBangladesh

Facebook এ আমি ঃ mahadivirus



Tag: Film Making, BD film making, AD making, Drama Making, কিভাবে ফিল্ম বানাবো, কিভাবে নাটক বানাবো, অল্প টাকায় ফিল্ম বানানোর উপায়, ফিল্ম বানাতে চাই, বাংলাদেশের ফিল্ম কোম্পানি, টিভি নাটক বানানোর উপায়। 
Read More

অন্যান্য বিষয় খুজুন-

Post Top Ad